You dont have javascript enabled! Please enable it! 1971.08.03 | হাটহাজারীতে বিশাল সমাবেশে ব্রিগেডিয়ার আসলাম নিয়াজি - সংগ্রামের নোটবুক

৩ আগস্ট ১৯৭১ঃ হাটহাজারীতে বিশাল সমাবেশে ব্রিগেডিয়ার আসলাম নিয়াজি

চট্টগ্রামের হাটহাজারীতে পাকিস্তানী দেশপ্রেমিকদের এক বিশাল জন সমাবেশে চট্টগ্রাম নোয়াখালীর আঞ্চলিক সামরিক আইন প্রশাসক ব্রিগেডিয়ার আসলাম নিয়াজি এক ভাষণে বলেন যতদিন পর্যন্ত একজন মুসলমান বেচে থাকবে ততদিন পূর্ব পাকিস্তানের প্রতি ইঞ্চি জায়গার হেফাজত করা হবে। তিনি বলেন সেনাবাহিনী জনগনের খাদেম তাদের কাছে বাঙালী পাঞ্জাবী বালুচ বলে আলাদা কোন পরিচয় নেই। তাদের আসল পরিচয় তারা পাকিস্তানী তারা মুসল মান তারা পরস্পরের ভাই। সীমান্তের ওপারে বসে যারা এদেশকে ভাঙ্গার ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে লড়ে প্রান দেয়ার জন্যই সেনাবাহিনী এসেছে। তিনি বলেন যারা এদেশের মুসলমানদের হিন্দুস্তানের গোলাম বানাতে চায় তাদের মোকাবেলায় অবশ্যই আমরা জয়ী হব কারন আমাদের মুল অস্র লা ইলাহা ইল্লাললাহ।