পাকিস্তানকে বাঙলাদেশের সঙ্গে রাজনৈতিক মীমাংসায় আসতে হবে
প্রধানমন্ত্রী
শিলচর, ১২ জুন (ইউএনআই) প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ধারণা, বিশ্ব জনমতের চাপে শেষ পর্যন্ত পাকিস্তানকে নতি স্বীকার করে বাঙলাদেশের জনগণের সঙ্গে একটি রাজনৈতিক মীমাংসায় উপনীত হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনও তারিখ স্থির করা সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী শ্রী শরণ সিং স্বদেশে ফিরে এলে “আমরা আরও ভাল করে সব কিছু জানতে পারব।” বাঙলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, “আমরা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি
ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তান ও বাংলাদেশের উপরই।” প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, শীঘ্রই এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারা যাবে যাতে শরণার্থীরা স্বদেশে ফিরে যেতে পারবেন।
সূত্র: কালান্তর, ১৩.৬.১৯৭১