২ আগষ্ট ১৯৭১ঃ তেহরানের দৈনিক কায়হানের সাথে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান
‘পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তেহরানের দৈনিক কায়হান ইন্টারন্যাশনালের আমির তাহিরির সাথে এক সাক্ষাৎকারে জানান, সমগ্র দেশের প্রতিনিধিত্ব করবে এমন জাতীয় পরিষদ তিনি দেখতে চান। তিনি এরূপ পরিষদ কতৃক গঠিত একটি বেসামরিক সরকারকে গ্রহন করতে প্রস্তুত আছেন। তিনি বলেন এরূপ বেসামরিক সরকার প্রতিষ্ঠার আগে কোন ব্যক্তি বা দল বিশেষের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন না। সাক্ষাৎকারটি ২৭ জুলাই প্রকাশিত হলেও পাকিস্তানে তা প্রকাশ হয় এদিন। তিনি তার পাকিস্তান সফর সম্পর্কে ধারাবাহিক লিখছেন। তিনি ইরানী ৩ সাংবাদিককে বলেন শুরু থেকেই তিনি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দেশে বেসামরিক সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন কোন দেশ বা সংস্থা ঋণ প্রদানে শর্ত জুড়ে দিলে সে প্রস্তাব তিনি ছুড়ে ফেলবেন। তিনি বলেন তিনি সৈনিক তিনি কোন অসঙ্গত দাবীর কাছে তিনি মাথা নোয়াবেন না।
তিনি বলেন কোন কোন বৃহৎ শক্তি তাকে চাপ দিচ্ছেন। তারা আমাকে চিনতে পারেনি আমার গদির প্রতি লোভ নেই। যাদের লোভ আছে তারাই কেবল মাথা নোয়াতে পারে। সোভিয়েত ও যুক্তরাষ্ট্র আমাদের প্রতি নমনীয় হলেও ব্রিটেন তা করছে না। তারা বৈরী ভুমিকা পালন করছে তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ভারত বলছে তারা শরণার্থীদের এখন যেতে দেবে না তারা মুজিবের সাথেই দেশে ফিরবে। ভারত শরণার্থীদের রাজনৈতিক অস্র হিসেবে ব্যাবহার করছে। ভারত তার দেশে বিদ্রোহীদের জন্য প্রশিক্ষন কেন্দ্র খুলেছে। ৩৫০০০ বিদ্রোহী সেখানে প্রশিক্ষন নিচ্ছে। তিনি বলেন তিনি যে কোন স্থানে ভারতের সাথে আলোচনায় আগ্রহী। তারা সেটা চায়না।