You dont have javascript enabled! Please enable it! 1971.08.01 | বাংলাদেশ কনসার্ট প্রথম অংশ  - সংগ্রামের নোটবুক

১ আগস্ট ১৯৭১ঃ বাংলাদেশ কনসার্ট প্রথম অংশ 

সেতারবাদক রবি শংকর ও বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আলি আকবর খান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। তাঁদের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী তাঁরা বাংলা একটি ধুন পরিবেশন করেন। ধুন হল সেতার আর সরোদের মিশ্রন। এই ধুনে তারা বাংলার এক লোকগীতি বেছে নেন। এই ত্রয়ী একত্রে এর আগে অনেক স্থানে একত্রে ধুন বাজিয়েছেন।