You dont have javascript enabled! Please enable it!

১ আগস্ট ১৯৭১ঃ আমিনুল হক বাদশাকে সামরিক আদালতে সমন

শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারী আমিনুল হক বাদশাকে শেরেবাংলা নগরস্থ উপ সামরিক আইন প্রশাসক ব্রিগেডিয়ার বশির আহমেদ এর সামরিক আদালতে সমন দেয়া হয়েছে। সমনে বলা হয়েছে ৬ আগস্ট সকাল ১০ টায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে শুনানিতে আত্মপক্ষ সমর্থন করতে অন্যথায় এক তরফা বিচার হবে।