আজ জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে দ্বিতীয় দফা ত্রাণসামগ্রী আসছে
(স্টাফ রিপাের্টার )
কলকাতা, ১৯ জুন- বাঙলাদেশ আগত শরণার্থীদের জন্ম জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সরকার দ্বিতীয় দফায় ২২ টন (অর্থাৎ ২২,০০০ কিলােগ্রাম) ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন। এই ত্রাণসামগ্রী একটি বিশেষ ইন্টার ফ্লাগ’ জেট বিমানে (আই এল ৬২) আগামীকাল ভাের ৪ টায় দমদম বিমানবন্দরে এসে পৌঁছবে। এর মধ্যে থাকবে ৮১টি তাবু, শিশুদের জন্ম ২০০টি পূর্ণ সজ্জিত বিছানা , ২০০ টি শিবিরােপযােগী বিছানা , ২,৪০০ টি কাঁথা, ৮০০০ টি মিটারের বস্ত্ৰসামগ্রী, ২,৪৬৯ জোড়া জুততা, জল পরিশ্রুত করার রাসায়নিক বস্তুতে পূর্ণ ১০০টি পিপে।
সূত্র: কালান্তর, ২০.৬.১৯৭১