১ আগস্ট ১৯৭১ঃ মার্কিন প্রতিনিধি সভার সদস্যদের সাথে আগা হিলালির বৈঠক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আগা হিলালি এবং দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি সভার সদস্যদের সাথে বৈঠক করেছেন। পাকিস্তানে মার্কিন অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধের জন্য প্রতিনিধি সভা ও সিনেটের ভারত ঘেঁষা সদস্যগণ উদ্যোগ গ্রহন করায় উহা বানচালের জন্য আগা হিলালি এই বৈঠক করছেন। পাকিস্তানে মার্কিন অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধের জন্য এর আগে প্রতিনিধি সভার পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রস্তাব গৃহীত হয়। পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রস্তাব গ্রহনের কারন হিসেবে সেখানকার পরিস্থিতি এবং বিপুল সংখ্যক শরণার্থীর ভারতে আশ্রয় নেয়াকে বলা হয়েছে। জনাব গালাঘর ভারত সফর করে যাওয়ার পর তিনি এ প্রস্তাবের উদ্যোগ নিয়েছেন। হিলালি ১৫ সদস্যকে জানান ভারত পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে সশস্র দুষ্কৃতিকারী পাঠাইতেছে ফলে ভারত থেকে শরণার্থী প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হচ্ছে।