৩১ জুলাই ১৯৭১ঃ মাওলানা মান্নান শর্ষিনার পীরের পশ্চিম পাকিস্তান সফর
জমিয়াতুল মাশায়েখের প্রধান শর্ষিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ লাহোরে সাংবাদিক সম্মেলনে বলেন ভারতীয় অনুপ্রবেশকারী এবং জেল ভেঙ্গে যাওয়া অপরাধীদের সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী গত ২৫ মার্চ যে ব্যাবস্থা গ্রহন করেছিল উহা ছাড়া ভিন্ন পথ খোলা ছিল না। তিনি ৯ সদস্য বিশিষ্ট ওলামা মাশায়েখ নিয়ে পশ্চিম পাকিস্তান সফর করছেন। আজ রাওয়ালপিন্ডি থেকে তার দল এখানে আসে। তিনি বলেন আওয়ামী লীগ দেশ ভাঙ্গার কোন ম্যানডেট পায়নি। আওয়ামী লীগের এই বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা জনগন কিছুই জানত না। জনগন এখন পূর্ব পাকিস্তানের আসল অবস্থা সম্পর্কে অবগত হয়েছে। তারা এখন পশ্চিম পাকিস্তানী ভাইদের সাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে বদ্ধপরিকর। তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্রকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
নোটঃ শেষ লাইনে তিনি শেখ মুজিবকে পরোক্ষ ভাবে বুঝিয়েছেন।