You dont have javascript enabled! Please enable it! 1971.07.31 | বেআইনি ভাবে দখল কৃত শরণার্থী সম্পত্তি সমর্পণ বিধি জারী - সংগ্রামের নোটবুক

৩১ জুলাই ১৯৭১ঃ বেআইনি ভাবে দখল কৃত শরণার্থী সম্পত্তি সমর্পণ বিধি জারী।

যে সকল শরণার্থী ভারতে চলে যাবার পর বে দখল হয়ে গিয়েছিল তারা ফেরত আসার পর তা পুনরুদ্ধারে উপযুক্ত আদালতে নালিশ করতে পারে। এ জন্য এ আইন জারী করা হয়েছে তা অবিলম্বে জারী হয়েছে বলে গণ্য হবে।

নোটঃ যুক্তরাষ্ট্রের ভারতের দুত এবং মার্কিন প্রশাসনের মধ্যে টেলিগ্রাম চালাচালিতে এবং পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে ইয়াহিয়া এবং তার উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনায় এ বিষয়টি উল্লেখ ছিল যাতে দ্রুত শরণার্থী ফিরে আসে। বিধি হল আইন কিভাবে কার্যকর হবে সে ধরনের নির্দেশনা। প্রশাসন DISTURBED PERSONS REHABILITATION ORDINANCE, 1964 এর বলে হিন্দুদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভারত থেকে আসা মুসলমানদের কাছে বন্দোবস্ত দিয়েছিল। তাই সকল সম্পত্তি উদ্ধার করতে করতে দেশ স্বাধীন হয়ে যায়।