৩১ জুলাই ১৯৭১ঃ লোকসভায় বাংলাদেশ বিতর্কে প্রনব মুখার্জি
লোকসভায় বাংলাদেশ বিতর্কে কংগ্রেস দলীয় এমপি প্রনব মুখার্জি বাংলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দানের জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান তিনি বলেন স্বীকৃতির পর পর উভয় দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপন করা উচিত। তিনি বলেন একই বিষয়ে আমরা এ সংসদে বিগত ৩১ মার্চ একটি প্রস্তাব নিয়েছিলাম। এরই মধ্যে পূর্ণ শক্তির বাংলাদেশ সরকার গঠিত হয়েছে। তাদের সাথে আমরা নিবিড় যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছি। তিনি বলেন একটি উদ্দেশেই আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ সমুহে দুত পাঠিয়ে ছিলাম। আমি নিজেই ৬-২২ জুন মস্কো, বন, প্যারিস, অটোয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন সফরে করেছি। আমাদের সফরের ফলাফল আমরা পাচ্ছি পাকিস্তানে নতুন অস্র সরবরাহ বন্ধ, আর্থিক সাহায্য স্থগিত এবং সর্বোপরি বাংলাদেশ শরণার্থীদের মোটামুটি সাহায্য প্রাপ্তি। আরেকটি অগ্রগতি হল গুরুত্বপূর্ণ রাষ্ট্র কতৃক রাজনৈতিক সমাধানের উপর চাপ বৃদ্ধি।