You dont have javascript enabled! Please enable it!

৩১ জুলাই ১৯৭১ঃ ভারত শরণার্থী শিবিরে কর্মরতদের কমিয়ে দিচ্ছে

ভারতীয় পররাষ্ট্র দপ্তর স্বীকার করেছে বিদেশী সাহায্য কর্মীদের অসুবিধা জনিত কারনে তাদের চলে যেতে বলা হয়েছে এবং সে সকল স্থানে এখন ভারতীয় কর্মী দ্বারা পূরণ করা হচ্ছে। তাদের কোন নির্দেশ বা চরমপত্র দেয়া হয়নি। ভারত তাদের কর্মকাণ্ডের উপর কৃতজ্ঞ তাদেরকে কন সন্দেহ জনক কারনে দেশত্যাগের জন্য বলা হয়নি। তাদের আন্তরিকতার প্রতি সরকার কৃতজ্ঞ। মুখপাত্র বলেন বিপুল সংখ্যক বিদেশী সীমান্ত এলাকায় নিয়োজিত থাকায় তাদের নিরাপত্তা দিতে নিরাপত্তা বাহিনীর সমস্যা হচ্ছিল। কয়েকটি শিবিরে তারা শরণার্থী এবং স্থানীয় অধিবাসীদের সাথে বিব্রতকর অবস্থায় পড়েছিল। মুলত ডাক্তার এবং নার্সদের ক্ষেত্রেই এরূপ হয়েছে অন্যদের নয়। ওয়ার অন ওয়ানট এবং অপারেশন ওমেগা প্রবাসী সরকারের অনুমোদন পাওয়ায় তারা এর আওতায় পরেনি।