৩০ জুলাই ১৯৭১ঃ পাকিস্তান নিরাপত্তা পরিষদের আলোচনাকে স্বাগত জানাবে
পাকিস্তান সরকার বলেছে পূর্ব পাকিস্তান নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হলে সে দেশ স্বাগত জানাবে। পাকিস্তান বলেছে এ উত্তেজনার জন্য পাকিস্তান দায়ী নয় কাজেই এ ধরনের আলোচনা পাকিস্তানের পরিহার করার কোন কারন নেই। পাকিস্তান বলেছে ভারতীয় হস্তক্ষেপ এবং পাকিস্তানের ব্যাপারে তাদের ক্রমাগত মাথা ঘামাইবার ফলে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। পাকিস্তান কতিপয় বিচ্ছিন্নতাবাদীর তৎপরতা মোকাবেলার ফলেই পরিস্থিতির উদ্ভব হয়। ভারত এদের মদদ যোগায় কিন্তু তারা যখন এ ক্ষেত্রে বেরথ হয় তখন কিছু সংখ্যক লোক ভারতে আশ্রয় গ্রহন করে। ভারত এসব লোকের সাথে ষড়যন্ত্র করছে অপকর্মে সহযোগিতা করছে। পাকিস্তান এসব ক্ষেত্রে চরম ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। ভারত এখন শরণার্থীদের ফিরে আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে। ভারত শরণার্থী সমস্যা জিইয়ে রাখতে চায় কারন তাদের নিজেদের জন্য আন্তজার্তিক সাহায্য পাবার সুযোগ সৃষ্টি করেছে।