৩০ জুলাই ১৯৭১ঃ রাজাকার বাহিনীতে যোগদানের জন্য কর্মীদের প্রতি ইউসুফের আহবান
কনভেনশন মুসলিম লীগের প্রাদেশিক সাধারন সম্পাদক এ এন ইউসুফ ঢাকায় শহর মুসলিম লীগের কর্মীসভায় বলেছেন যেহেতু ইসলামের ভিত্তিতেই পাকিস্তান সৃষ্টি তাই ইসলামী আদর্শ এবং ভাতৃত্ববোধের মাধ্যমেই পাকিস্তান রক্ষা করা সম্ভব। তিনি বলেন জাতিকে ধ্বংস করার জন্য দুষ্কৃতিকারীরা ফ্যাসিবাদী কার্যক্রম চালিয়েছে। তিনি দুষ্কৃতিকারীদের নির্মূল করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার এবং পাকিস্তানের সং হতি রক্ষার আহবান জানান। তিনি তার দলীয় কর্মীদের দেশ থেকে রাষ্ট্র বিরোধীদের উৎখাত করার জন্য রাজাকার বাহিনীতে যোগদানের আহবান জানান। সভা শেষে সাম্প্রতিক গোলযোগে নিহত দেশপ্রেমিক পাকিস্তানীদের আত্মার মাগফেরাত কামনা করে প্রস্তাব গৃহীত হয়।