৩০ জুলাই ১৯৭১ঃ কুষ্টিয়া শান্তি কমিটির কার্যক্রম
কুষ্টিয়া জেলা শান্তি কমিটি কুষ্টিয়া জেলায় দেশপ্রেমিক ক্ষতিগ্রস্ত পাকিস্তানী ও রাজাকারদের পুনর্বাসনে ৪ লাখ ৭ হাজার টাকার এক কর্মসূচী নিয়েছে। এর মধ্যে ১ লাখ ১০ হাজার টাকার প্রথম দফা কর্মসূচী সমাপ্ত হয়েছে। অবশিষ্ট ২ লাখ ৯৭ হাজার টাকার কর্মসূচী চালু করা হচ্ছে। প্রথম দফার কাজের মধ্যে ছিল বিধবাদের ২০টি সেলাই মেশিন, মোটর মেকানিকদের জন্য কিটস, সাইকেল মেরামতের দোকান করে দেয়া, আগুনে পুড়ে যাওয়া দোকানদারদের পূঁজি, ব্যাটারি চার্জের দোকান স্থাপন, নাপিত, ইলেক্ট্রিশিয়ান, রেডিও মেকানিক, হোমিওপ্যাঁথি প্রশিক্ষণ ও চেম্বার ও কাঠ মিস্ত্রীদের দোকান করে দেয়া। শান্তি কমিটির সভাপতি সাদ আহমেদ এবং সাধারন সম্পাদক হানিফ নিজেই এ দায়িত্ব পালন করেছেন। ১০০০ রাজাকার প্রশিক্ষনেও কিছু টাকা ব্যায় করা হয়েছে।
নোটঃ প্রদেশ ব্যাপী রাজাকার গঠন বাছাই এখনও রাজনৈতিক পর্যায়ে প্রশিক্ষন অস্র সরকারী পর্যায়ে আছে।