৮ জানুয়ারী ১৯৭২ঃ সংবাদ হয়েছিল শেখ মুজিব যে কোন মুহূর্তে মুক্তি পেতে পারেন।
সবার ধারনায় ছিল তিনি সরাসরি ঢাকায় আসবেন। সে হিসেবেই বিদেশী সাংবাদিকরা জড়ো হয়েছিল বেগম মুজিবের অন্তরীনাধীন ধানমণ্ডির ১৮ নং সড়কের ৯/এ নং বাড়ীতে। উদ্দেশ্য বেগম মুজিবের সাক্ষাৎকার নেয়া। অনেকে অনেক কিছু বুঝালেন কিন্তু বেগম মুজিব মুখ খুললেন না। অবশেষে অস্থায়ী রাষ্ট্রপতি একটি ব্রিফিং দিয়ে সাংবাদিকদের সান্ত্বনা দিলেন। এর আগে সকালে কতিপয় সাংবাদিক সহ তার বড় বোনকে সাথে নিয়ে বেগম মুজিব টুঙ্গিপাড়া যান। সেখানে তার আরেক বোন অবস্থান করছিলেন। টুঙ্গিপাড়ার ধ্বংসলীলা দেখেই তিনি অনেক ভেঙ্গে পড়েছিলেন।