You dont have javascript enabled! Please enable it! 1971.07.30 | নিরাপত্তা পরিষদের সম্ভাব্য বৈঠক নিয়ে সরদার সরণ সিং  - সংগ্রামের নোটবুক

৩০ জুলাই ১৯৭১ঃ নিরাপত্তা পরিষদের সম্ভাব্য বৈঠক নিয়ে সরদার সরণ সিং 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার সরণ সিং নয়াদিল্লীতে বলেন, বাংলাদেশ সঙ্কট সম্পর্কে বিবেচনা করার উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব উ‘থান্ট নিরাপত্তা পরিষদের কোনো আনুষ্ঠানিক বা ঘরোয়া বৈঠক আহ্বানের পরামর্শ দেননি। নিরাপত্তা পরিষদে বাংলাদেশ সমস্যা উত্থাপণ করার কোনো ইচ্ছা বর্তমানে ভারতের নেই। এ বিষয়ে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এক বিশাল প্রতিবেদন ছাপা হয় যাতে বলা হয়েছে মহাসচিব এক গোপন পত্রে নিরাপত্তা পরিষদ সদস্যদের বিশেষ অধিবেশনের আহবান জানিয়ে তিনি ভারত ও পাকিস্তানকে সমপর্যায়ে ফেলেছেন। সরণ সিন তা অস্বীকার করে বলেন কতিপয় সদস্য দেশ ভাবভঙ্গীতে উভয় দেশকে সমপর্যায়ে ফেলেছে। এ ব্যাপারে আমাদের ভুমিকা অত্যন্ত পরিস্কার ও সুস্পষ্ট ভাবে প্রকাশ করছি যে এরূপ সমীকরণ আসল ঘটনার সম্পূর্ণ পরিপন্থী। আমরা উহা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।