২৯ জুলাই ১৯৭১ঃ বাংলাদেশের ডাক টিকেট প্রকাশ
এই দিনে বাংলাদেশ নামে প্রথম ৮টি ডাকটিকিট প্রকাশিত হয়। ২৩ এপ্রিল ১৯৭১ ব্রিটিশ এমপি জন স্টোন হাউজ মুজিবনগর সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত্ করে স্বাধীন বাংলাদেশের ডাকটিকেট প্রকাশের প্রস্তাব দেন। মুজিবনগর সরকার এই প্রস্তাব গ্রহণ করে এবং বাংলাদেশ নামে ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নেয়। জন স্টোন হাউজ লন্ডন প্রবাসী ভারতীয় বাঙালি বিমান মল্লিককে ডাকটিকিট নকশার দায়িত্ব দেন এবং বিমান মল্লিক বিনা পারিশ্রমিকে ৮টি ডাকটিকিটের নকশা করেন। ডাকটিকিটগুলো মুজিবনগর সরকারের অনুমোদনের পর ২৯ জুলাই একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে ব্যাবহার শুরু হয়। জন স্টোন হাউজের ঘনিষ্ঠ ওয়ার অন ওয়ানট প্রেসিডেন্ট চেজওয়ারথ নিজে উপস্থিত থেকে একটি ফিল্ড ডাক ঘরে এ টিকেট বিক্রি উদ্বোধন করেন। সেখানে শরণার্থী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে টিকেট কেনার ধুম পড়ে যায়।