২৯ জুলাই ১৯৭১ঃ প্রবাসী সরকারের মন্ত্রীসভা বৈঠকের সিদ্ধান্ত
এ সভায় অধ্যাপক ইউসুফ আলীকে আমন্ত্রন করা হয়। বৈঠকে তিনি ত্রান ও পুনর্বাসন যুব শিবির সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। কয়েকটি কম গুরুত্বপূর্ণ যুব শিবির বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে ছিল ওয়ার অন ওয়ান্ত এর শিবির এর কার্যক্রম, নতুন কর্মচারী নিয়োগ, জুন মাসের বেতন, কর্মচারীদের আবাসন ও সচিবালয় প্রতিষ্ঠা, মুক্ত এলাকা তেতুলিয়া ও রউমারিতে প্রশাসন প্রতিষ্ঠা, অনিয়ম দুর্নীতি তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এর সদস্য হলেন আব্দুল হান্নান, জেজে ভৌমিক, এস বরুয়া সদস্য সচিব,অফিসে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেয়া, বেতাররের স্টাফ দের আবাসন খুজা, ছাত্র লীগ ও আওয়ামী লীগের জন্য অর্থ বরাদ্ধ।