২৯ জুলাই ১৯৭১ঃ কুমিল্লায় গোলাবর্ষণের প্রতিবাদে চাদপুরে শান্তি কমিটির প্রতিবাদ
লাক সাম থানা শান্তি কমিটির উদ্যোগে মুদাফফরগঞ্জে এক জন সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা জেলা শান্তি কমিটি আহ্বায়ক ও সাবেক এমএনএ আজিজুর রহমান এডভোকেট সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমএনএ সাজেদুল হক, সাবেক এমপিএ আব্দুল হাকিম, এবং হাসেনাতুল্লাহ এর আগে ২৬ তারিখে চাদপুরে শান্তি কমিটির উদ্যোগে ৩০০০০ লোকের এক মিছিল স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে। পরে পৌরসভা পার্কে এক সবাবেশ করে। মিছিলকারীরা ভারতীয় দুষ্কৃতিকারী দ্বারা কুমিল্লায় গোলাবর্ষণের প্রতিবাদ সম্বলিত শ্লোগান দেয়। সভায় মহকুমা শান্তি কমিটি আহবায়ক এমএ সালাম সভাপতিত্ব ও বক্তব্য রাখেন। মহকুমার বিশিষ্ট নাগরিকরাও বক্তব্য প্রদান করেন। বক্তারা কুমিল্লা শহরে ভারতীয় গোলাবর্ষণের তীব্র নিন্দা করে বক্তব্ব দেন। সভায় কিছু আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগ ত্যাগ করার কথা ঘোষণা করে পাকিস্তানের আনুগত্য স্বীকার করে পাকিস্তানের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
ছবিঃ নমুনা