২৯ জুলাই ১৯৭১ঃ সদরুদ্দিনের সাথে হামিদুল হকের বৈঠক
প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ দুত হামিদুল হক চৌধুরী জাতিসংঘের জেনেভা অফিসে শরণার্থী সংক্রান্ত হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খানের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন সীমান্তের অপর পার হতে পরিচালিত তৎপরতার ফলেই কতক প্রতিবন্ধকতা দীর্ঘ হচ্ছে ফলে সাধারন মানুষের স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে বিলম্ব হচ্ছে। তারা পল্লী ও শহর অঞ্চলে অসংখ্য ঘরবাড়ী ধ্বংস করে দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষের বিদ্ধবস্থ অর্থনীতি পুনর্গঠনের জন্য জাতিসংঘ ও আন্ত জা কার্তিক সংস্থা সমুহের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। জরুরী ভিত্তিতে তারা এগিয়ে না আসলে ভয়াবহ অবস্থা রোধ করা সম্ভব হবে না। তিনি ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার উপর ও গুরুত্ব আরোপ করেন। সদরুদ্দিন তাকে জানান শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার বিষয়ে তদারকির জন্য তিনি তার প্রতিনিধিকে ঢাকায় পাঠিয়েছেন তিনি এর মধ্যেই সেখানে পৌঁছে যাবেন।