২৯ জুলাই ১৯৭১ঃ হিউম সালমান আলী বৈঠক
লন্ডনে একজন ব্রিটিশ মুখপাত্র জানিয়েছেন রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পূর্বে ব্রিটেন পাকিস্তানকে নতুন কোন সাহায্য প্রদান করবে না। মুখপাত্রটি বলেন পররাষ্ট্রমন্ত্রী এলেক্স ডগলাস হিউম পাকিস্তানী রাষ্ট্রদুত সালমান আলীর সাথে বৈঠকে উক্ত সিদ্ধান্ত জানান। বৈঠকে হিউম বলেন পাকিস্তান প্রশ্নে ব্রিটিশ নীতির কোন পরিবর্তন হয়নি। বৈঠকে স্বীকৃত হয় যে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সমাধান পাকিস্তানের নিজস্ব বিষয় এবং ব্রিটেন উহা দেখিবার জন্য উদগ্রীব। ব্রিটেন পাকিস্তানের অপরাপর বন্ধু দেশের মতই সমানভাবে আগ্রহী যে পূর্ব পাকিস্তানে যথা শীঘ্র সম্ভব রাজনৈতিক সমাধান হতে হবে।
ছবিঃ সালমান আলী