২৯ জুলাই ১৯৭১ঃ পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে জন কেলীর বৈঠক
জাতিসংঘ শরণার্থী সংক্রান্ত হাই কমিশনারের বিশেষ প্রতিনিধি জন কেলীপাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন। কেলি সচিবের কাছ থেকে শরণার্থী প্রত্যাবর্তন সংক্রান্ত পাকিস্তান সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এক ঘণ্টা ব্যাপী বৈঠকে সচিব জানান ভারতের সদিচ্ছার উপর শরণার্থী প্রত্যাবর্তন নির্ভর করছে। বর্তমানে এ বিষয়ে ভারত সরকার কোন সাহায্য করছে না। সচিব কেলি আশ্বাস প্রদান করেন যে তার দায়িত্ব পালনে পাকিস্তান সরকার সম্পূর্ণ সাহায্য করবে।