You dont have javascript enabled! Please enable it! 1971.07.28 | পাকিস্তানের কমনওয়েলথ ত্যাগের জন্য এম এ ইস্পাহানীর আবেদন  - সংগ্রামের নোটবুক

২৮ জুলাই ১৯৭১ঃ পাকিস্তানের কমনওয়েলথ ত্যাগের জন্য এম এ ইস্পাহানীর আবেদন 

প্রখ্যাত শিল্পপতি ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত এমএ ইস্পাহানীর পাকিস্তানকে কমনওয়েলথ ত্যাগের জন্য আহবান জানিয়েছেন। করাচীতে পাকিস্তান ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এফেয়ারস এ পাকিস্তান ব্রিটেন ও বর্তমান সমস্যা শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকালে ইস্পাহানী পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য ব্রিটিশ সরকারী নেতৃবৃন্দের তীব্র সমালোচনা করেন। তিনি আরও বলেন ব্রিটিশ প্রধান মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের চেষ্টাই করেননি পক্ষান্তরে ভারতকে আরও উস্কে দিয়েছেন।

নোটঃ ইরানী বংশোদ্ভূত ইস্পাহানীর পিতা বোম্বাই এবং পরে কলকাতায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং ব্যাবসা শুরু করেন। দেশ বিভাগের পর তিনি পাকিস্তানের পক্ষে অপশন দেন এবং চট্টগ্রামে স্থায়ী হন। এর আগে তিনি দাউদ গ্রুপের সাথে শেয়ারে ওরিয়েন্ট এয়ার ওয়েজ গড়ে তুলেন যা পরে পিআইএ এর সাথে বিলীন হয়। তিনি পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। ৭১ এ পাকিস্তানের দালালী করার কারনে তার সকল সম্পত্তি পরিতেক্ত সম্পত্তি তালিকাভুক্ত করা হয়। তার কিছু সম্পত্তি ৭৪ সালে অবমুক্ত করা হয় এবং নাগরিকত্ব দেয়া হয়। পরে মামলা করে অবশিষ্ট সম্পত্তি অবমুক্ত করেন। জিয়া তাকে বিমানের চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বয়সের কারনে তিনি তা গ্রহন করেননি।