২৫ জুলাই ১৯৭১ঃ মাওলানা মান্নান শর্ষিনার পীরের পশ্চিম পাকিস্তান সফর
মাওলানা মান্নান ও শর্ষিনার পীরের নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীন ও জমিইয়াতুল মাশায়েখের ৯ সদস্যের প্রতিনিধি দল পশ্চিম পাকিস্তান সফর করেন। তারা রাওয়ালপিন্ডিতে সাংবাদিক সম্মেলনে বলেন পূর্ব পাকিস্তানের জনগন ভারতীয় দুরভিসন্ধি পুরোপুরি উপলব্দি করেছে এবং সুদৃঢ় ভাবে মাতৃভূমি রক্ষার্থে এগিয়ে আসা সশস্র বাহিনীর পিছনে রয়েছে। তারা জোর দিয়ে বলেন আন্ত আঞ্চলিক ঐক্য প্রচেষ্টার জন্য আলেমদের এগিয়ে আসা উচিত। তারা বলেন পূর্ব পাকিস্তান এখন সম্পূর্ণ শান্ত পশ্চিম পাকিস্তানী ভাইয়েরা সেখানে এখন শিল্প কারখানা এবং ব্যাবসা বাণিজ্য নিশ্চিন্তে করতে পারবেন। তাই যারা সেখান থেকে চলে এসেছেন তাদের ফিরে যাওয়ার আহবান জানান। শর্ষিনার পীর বলেন পূর্ব পাকিস্তানীরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। দুই অংশের ঐক্য প্রতিষ্ঠায় তার প্রতিষ্ঠান কিছু পশ্চিম পাকিস্তানী আলেমদের পূর্ব পাকিস্তানে সফরের আয়োজন করেছে।