You dont have javascript enabled! Please enable it!

২৮ জুলাই ১৯৭১ঃ প্রবাসী সরকারের কিছু নিয়োগ 

রাজশাহী ক্যাডেট কলেজের প্রিন্সিপাল জনাব বাকিতুল্লাহকে যুব নিয়ন্ত্রন বোর্ডের পশ্চিম সেক্টরের জোন -১ এবং করিমউদ্দিন আহমেদ ভাইস প্রিন্সিপাল ঝিনাইদহ ক্যাডেট কলেজ কে পশ্চিম সেক্টরের জোন -২ এর পরিচালক নিয়োগ দেয়া হয়। তার অফিসের স্থান পরে জানানো হবে বলে জানানো হয়। উপ সচিব আব্দুস সামাদকে উত্তরপূর্ব প্রশাসনিক অঞ্চল (অঞ্চল ৩) সদর ডাউকি এর প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক শামসুল হককে দক্ষিন পশ্চিম জোন(অঞ্চল ৮)এর প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।