২৮ জুলাই ১৯৭১ঃ জন কেলী ইসলামাবাদ পৌঁছেছেন
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বিশেষ আবাসিক প্রতিনিধি জন কেলি ঢাকায় দায়িত্বভার গ্রহনের জন্য ইসলামাবাদ এসে পৌঁছেছেন। বিমান বন্দরে তিনি সাংবাদিকদের বলেন তার দায়িত্ব হচ্ছে শরণার্থী প্রত্তাবাসনে পাকিস্তান সরকারকে সাহায্য করা। তিনি প্রত্যাবর্তনকারী শরণার্থীদের জাতিসংঘের সাহায্য তদারকি করবেন। তিনি পূর্ব পাকিস্তানে জাতিসংঘ মহাসচিবের আবাসিক প্রতিনিধি জনাব তাবিলের সাথে কাজ সমন্বয় রক্ষা করে দায়িত্ব পালন করবেন। প্রদেশে পাকিস্তান সরকারের স্থাপন করা ২১ টি অভ্যর্থনা কেন্দ্র তিনি পরিদর্শন করবেন।