You dont have javascript enabled! Please enable it! 1971.07.27 | আগরতলায় মতিয়া চৌধুরী - সংগ্রামের নোটবুক

২৭ জুলাই ১৯৭১ঃ আগরতলায় মতিয়া চৌধুরী

আগরতলায় ত্রিপুরা রাজ্য শান্তি সংসদ আয়োজিত সমাবেশে মতিয়া চৌধুরী বলেছেন বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদীরা পাকিস্তানের মাধ্যমে শোষণ কায়েম করার জন্যই তাদের অস্র দিচ্ছে। দীর্ঘ ভাষণে তিনি বলেন বাংলাদেশে পাকিস্তানিদের সকল অপকর্মের পিছনে আছে পুঁজিপতি মার্কিন গোষ্ঠীর প্রত্তেক্ষ বা পরোক্ষ প্রভাব। তিনি মার্কিন এই অপচেষ্টা বানচাল করে দেয়ার জন্য সারা বিশ্ব এর গনতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় প্রধান বক্তা ছিলেন ভারত শান্তি সংসদের সাধারন সম্পাদক চিত্ত বিশ্বাস তার বক্তব্বে তিনি বলেন বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ ২য় ভিয়েতনাম খুলতে চাচ্ছে। সভায় সভাপতিত্ব করেন বীর চন্দ্র দেব বর্মা এবং আরও বক্তব্য দেন সরোজ চন্দ।