২৭ জুলাই ১৯৭১ঃ জেনারেল নিয়াজীর আরিচা সফর
ইস্টার্ন কম্যান্ড প্রধান লে. জেনারেল নিয়াজী আরিচা ঘাট সফর করেন। সফরকালে তার সাথে স্থানীয় জিওসি ছিলেন। তিনি সেখানে পণ্য সামগ্রী আনান নেয়ার কার্যক্রম দেখেন। সেখানে পৌছার পর দেশপ্রেমিক পাকিস্তানী জনগন দেশাত্মবোধক গান গেয়ে তকে স্বাগত জানান। সেখানে তিনি স্থানীয় শান্তি কমিটি ও স্থানীয় গণ্যমান্য বেক্তিদের সাথে আলাপ আলোচনা করেন। সেখানে এক্সভায় তিনি বলেন মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকলে তারা কোনদিন পরাজিত হয়না। তিনি ইতিহাস তেনে বলেন যে সকল মুসলমানেরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিপর্যয় ঘটেছে। পরে নিয়াজি অপারে গোয়ালন্দ ঘাট পরিদর্শন করেন। বিকেলে তিনি ঢাকা ফিরে আসেন।