২৬ জুলাই ১৯৭২ঃ ছাত্রলীগ রব গ্রুপের শো ডাউন
স্বাধীন বাংলাদেশের ৭ মাস বয়সে শেখ মুজিবের বিরোধিতায় নামে তার প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনের অতি বিপ্লবী জঙ্গি একটি গ্রুপ। ৫ দিন আগে তারা পৃথক ছাত্রলীগ গঠন করে। এ দলের পৃষ্ঠপোষকতা করছে মুজিব বাহিনীর প্রায় সকল শীর্ষ নেতৃত্ব। ছাত্র রাজনীতিতে নয় জাতীয় রাজনীতির দিকেই মনোনিবেশ বেশী তাদের। শহীদ মিনারে তাদের এক সমাবেশে কয়েকশত ছাত্র দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার শপথ নেয়। তাদের এ অনুষ্ঠানে পাশ্চাত্য মিডিয়ার খুব আগ্রহ লক্ষ্য করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে দলটি সংঘর্ষে জড়িয়ে পড়ছে।