You dont have javascript enabled! Please enable it!

মস্কো বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভাষণের সারাংশ

২৯ সেপ্টেম্বর, ১৯৭১

ভারতীয় জনগণের প্রচেষ্টা প্রায়ই নস্যাৎ হয়ে গেছে বিভিন্ন বহির্মুখী চাপে। এই বছরের শুরুর দিকে আমাদের সাধারণ নির্বাচনে ভারতের জনগণ আমাদের দেশ এগিয়ে নিয়ে যাবার ম্যান্ডেট দিয়েছে। আমরা অর্থনৈতিক অবস্থা উন্নয়নে জোর দিয়েছি। ঠিক এমনই এক সময়ে আমাদের সীমানা জুড়ে একটি নতুন ধরনের অনুপ্রবেশ শুরু হল। এরা কোন সশস্ত্র লোক নয়। পূর্ব পাকিস্তান থেকে আসা অসহায় সন্ত্রাস জর্জরিত নারী, পুরুষ ও শিশুদের একটি সুবিশাল অন্তঃপ্রবাহ হতে থাকল। এদের অনেকে আহত, অসুস্থ এবং সবাই ক্ষুধার্ত। গত ছয় মাসের মধ্যে ৯ মিলিয়ন মানুষ এসেছে এবং আসছে প্রতিনিয়ত। ইতিহাসের পাতায় এর  চেয়ে বড় কোন মাইগ্রেশন আর কি হয়েছে?

যখন লাখ লাখ মানুষ অন্য দেশের সীমানায় পুশ করা হয়, সেই দেশের মানুষের স্বাভাবিক জীবন, ভবিষ্যতের পরিকল্পনা, নিরাপত্তা ও শান্তি হুমকির সম্মুখীন হয়ে পড়ে। আমরা সর্বশ্রেষ্ঠ সহনশীলতায় দেখাচ্ছি। কিন্তু দরকার হলে সঙ্কটের মূল কারণ দূর করার জন্য অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক সমাধান এর জন্য ব্যাবস্থা গ্রহণ করতে হবে। দুর্ভাগ্যবশত, এমন কোন চেষ্টা করা হচ্ছেনা। এটা বিশ্ববাসীর দায়িত্ব যে আর দেরী না করে নিরাপত্তা এবং মর্যাদার সাথে উদ্বাস্তুদের তাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রক্রিয়া সক্রিয় করতে সচেষ্ট হয়ে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সাহায্য করা।

Source: ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়

29th Sept, 1971

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!