You dont have javascript enabled! Please enable it!

২৫ জুলাই ১৯৭১ঃ পাক শেলিং এবং গুপ্তচর তৎপরতায় ত্রিপুরার সোনামুড়া বিপর্যস্ত, কার্ফু, গ্রেফতার ৫০ চর

পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের চোরাগোপ্তা হামলার প্রতিশোধ নিতে আজ সোনামুড়ায় ২৮টি শেল নিক্ষেপ করেছে। শহরের অফিস আদালতের কার্যক্রম প্রায় বন্ধ। শহরে রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে । শহরের বিভিন্ন এলাকা থেকে পাক বাহিনীর ৫০ জন চরকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে জানা যায় তারা আগরতলা বিমানবন্দর, পত্রিকা অফিস, বিদ্যুৎ কেন্দ্র, জেবি হাসপাতাল, সিনেমা হল, হাওরা নদীর জহর সেতু, মনু সেতু, গোমতি সেতু, দেও নদীর সেতু ধ্বংসের পরিকল্পনা ছিল। এদের অনেককেই পাক বাহিনী তাদের কাছে আটক আত্মীয় স্বজনের মুক্তির শর্ত হিসেবে তাদের এসব কাজে পাঠিয়েছিল।

নোটঃ গ্রেফতার সত্ত্বেও কয়েকদিনের মধ্যেই সাবরুম যাওয়ার পথে খাদ্যবাহী একটি ট্রাক মাইন বিস্ফোরণে ধ্বংস হয় এবং আরও চর গ্রেফতার হয়। ছবিতে যে চরকে দেখা যাচ্ছে তাকে পরে মুক্তিবাহিনী আটক করে।