শিক্ষায় বৈষম্য
আমাদের শিক্ষাকে পাকিস্তানীরা ধ্বংস করেছে ঠাণ্ডা মাথায়। অথচ এই পরিসংখ্যান দেখলে দেখা যায় পাকিস্তানীদের চেয়ে শিক্ষায় আমরা আগানো ছিলাম। আমাদের শিক্ষাকে ধ্বংস করার কিছু প্রমাণ এতে স্পষ্ট দেখা যায়। খেয়াল করে দেখুন আমাদের প্রাইমারী স্কুলের সংখ্যা ৪৭ সালে ৩০ হাজার থাকলেও ২০ বছর পরে যায় কমে। অথচ ছাত্রসংখ্যা ২০ লাখ থেকে বেড়ে হয় ৪৩ লাখ। অর্থাৎ নতুন কিছুই হয় নাই। আর পাকিস্তানে স্কুল ছিলো মাত্র ৮ হাজার। আমাদের টাকায় ২০ বছরে সেখানে স্কুল করা হয় ৩৩ হাজার। অর্থাৎ ৪ গুণের বেশী। অথচ ওদের ছাত্রসংখ্যা আমাদের ছাত্রসংখ্যার চেয়ে অনেক কম। বাকি হিসেবগুলোও আপনারা দেখে নিতে পারেন।