২৫ জুলাই ১৯৭১ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি নিলাম
ঢাকার সামরিক কর্তৃপক্ষ বে-আইনী ঘোষিত আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদ, আবদুল মান্নান ও দি পিপল পত্রিকার সম্পাদক আবিদুর রহমানের অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করেন। নিলামের শর্ত অনুযায়ী ডাকের সম্পূর্ণ মূল্য পরিশোধের পর সম্পত্তি হস্তান্তর করা হবে। এর মধ্যে তৈজসপত্র, আসবাবপত্র এবং বইপুস্তক ও অন্তর্ভুক্ত। তাজউদ্দীনের সম্পত্তি বেলা ২টায় তার বাসভবনের সামনে, পিপল সম্পাদকের সকাল ১১ টায় এবং মান্নান সাহেবের সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। স্থাবর সম্পত্তির নিলাম হবে ২৮ জুলাই।