You dont have javascript enabled! Please enable it! 1971.07.25 | টিক্কা খানের পূর্বাঞ্চল সফর - সংগ্রামের নোটবুক

২৫ জুলাই ১৯৭১ঃ টিক্কা খানের পূর্বাঞ্চল সফর

গভর্নর টিক্কা খান পূর্বাঞ্চল সফর করেছেন। তার সাথে ছিলেন জর্ডানের রাষ্ট্রদূত ও ওআইসি মহাসচিব টুঙ্কু আব্দুর রহমানের বিশেষ প্রতিনিধি সৈয়দ কামাল আল শরীফ। কুমিল্লায় তিনি সর্বস্তরের প্রতিনিধি সমাবেশে বলেন যারা এখানে নির্বিচারে গোলাবর্ষণ করে মানুষ হত্যা হরছে তারা আর যাই হোক কোনমতেই পূর্ব পাকিস্তানের বন্ধু হতে পারেনা। তিনি লাকসামের কাছে গুণবতী রেলসেতু মেরামত পরিদর্শন করেন। ভারতীয় অনুপ্রবেশকারীরা এ সেতুর ক্ষতিসাধন করেছিল। তিনি কুমিল্লায়নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করেন। কুমিল্লায় তিনি শান্তি কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন ভারতীয় সৈন্যরা বেসামরিক পোষাকে দুষ্কৃতিকারীদের সাথে এদেশে এসে ধ্বংসাত্মক কাজ করছে। তিনি বলেন পল্লীর জনগনের রক্ষার জন্য রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে শান্তি কমিটি গঠন করা হয়েছে তারা পাকিস্তানের সংহতি রক্ষার কাজে একযোগে কাজ করে যাচ্ছে। তিনি বলেন আওয়ামী লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য জনগনের ভোটকে পাকিস্তান খণ্ড বিখণ্ড করার ম্যান্ডেট হিসেবে ভুল ব্যাখ্যা দিয়েছিল। পরে তিনি ফেণী ও মাইজদি সফর করেন।