গ্রুপ ক্যাপ্টেন তাওয়াব কে ৭১ এর জুলাই মাসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য প্রবাসী সরকারের বিশেষ দুত আবু সাইয়িদ চৌধুরী পত্র দিয়েছিলেন।
পাকিস্তানী অনুগত তাওয়াব তখন শ্বশুরবাড়ি জার্মানিতে প্রশিক্ষনে ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তান বা বাংলাদেশে ফিরে না এসে জার্মানিতে বসবাস করতে থাকেন। ৭৫ এর পট পরিবর্তনের পর তাকে দেশে ডেকে এনে ডবল প্রমোশন দিয়ে বিমান বাহিনী প্রধান করা হয়েছিল। জিয়ার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকায় তাকে কয়েকমাস পরই দেশত্যাগে বাধ্য করা হয়। পরে তিনি আবার দেশে এসেছিলেন। তিনি একটি ইসলামিক বাংলাদেশ কায়েম করতে চেয়েছিলেন।