সীমান্তের হাজার শরণার্থীর সাহায্য বন্ধ
সরকারি খামখেয়ালির পরিণাম
ত্রিপুরা সরকারের এক সাম্প্রতিক আদেশের ফলে সদর নতুননগর প্রভৃতি সীমান্ত এলাকায় হাজার হাজার শরণার্থী গত একমাস ধরে কোনাে রেশন পাচ্ছেন না। তাদের শিবির ত্যাগ করতে হচ্ছে। যার ফলে বহু মুসলিম শরণার্থী দস্যু ইয়াহিয়ার কবলে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন।
উল্লেখযােগ্য যে, গ্রামে শরণার্থী শিবির স্থাপনের কংগ্রেসি পাণ্ডারা টাকার লােভে ইতস্তত শিবির গড়ে তােলে, যার জন্য কোনাে শরণার্থীকে দায়ী করা যায় না। কিন্তু এ ক্ষণে শরণার্থীরা স্থানীয় জনসাধারণের সহযােগিতায় যখন বাঁচার চেষ্টা করছেন তখন তাদের শিবির বন্ধ করে দেয়ায় শরণার্থীদের মধ্যে প্রবল বিক্ষোভ দেখা দিয়েছে।
সূত্র: দেশের ডাক
২৯ অক্টোবর, ১৯৭১
১১ কার্তিক, ১৩৭৮