গড়াই নদীর তীরে হাজার হাজার মৃতদেহ
কৃষ্ণনগর, ১ মে-কুষ্টিয়ার গড়াই নদীর বালিতে ভরা তীরে হাজার হাজার নিরস্ত্র লােকের মৃতদেহ পড়ে আছে। শকুনে এই মৃতদেহ ছিড়ে খাচ্ছে। দুর্গন্ধে কাছে যাওয়ার জো নেই। কুষ্টিয়া থেকে বাংলাদেশের প্রাদেশিক আইন সভার নির্বাচিত সদস্য শ্রীআবদূর রৌফ চৌধুরী এই সংবাদ দিয়েছেন। পাক ফৌজের গুলিতে নিহত এই লােকেরা ২৮ এপ্রিল কুষ্টিয়া থেকে মুক্তিফৌজ সরে গেলে পাক সেনাদের কবলে পড়ে।শ্রী চৌধুরী বলেন, শত্রুসৈন্য’ কুষ্টিয়ায় ঢুকেই যথেচ্ছভাবে ডিনামাইট বিস্ফোরণ করতে থাকে। ভস্মীভূত বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। কুষ্টিয়া মহকুমা এখন ইস্ট পাকিস্তান রাইফেলস-এর অবাঙালীদের হাতে। এই অবাঙালীদের নিয়ে সম্প্রতি ‘খুনীবাহিনী গঠিত হয়েছে। পি টি আই । ২ মে ‘৭১
Reference:
২ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা