২৪ জুলাই ১৯৭১ঃ প্রদেশের বিভিন্ন স্থানে শান্তি কমিটির তৎপরতা
ঈশ্বরগঞ্জ ময়মনসিংহঃ থানা শান্তি কমিটির আহবায়ক ডাঃ আরিফ উদ্দিনের সভাপতিত্তে থানা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ফখরুদ্দিন আহমদ। এ ছাড়াও বক্তব্য রাখেন মুসলিম লীগের হাসমত আলী এবং স্থানীয় এমপিএ পিডিপির মতিন ভুইয়া। ফরিদপুরঃ জেলা শান্তি কমিটির উদ্যোগে জেলা শান্তি কমিটি আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্তে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমএনএ আদেল উদ্দিন আহমেদ। এ ছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট কাজী খলিলুর রহমান এবং এডভোকেট আমিরুজ্জামান।
মঠবাড়িয়া বরিশালঃ জেলা শান্তি কমিটির উদ্যোগে খান সাহেব হাতেম আলী সাহেবের সভাপতিত্তে মঠবাড়িয়া কমুনিটি মিলনায়তন প্রাঙ্গনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী খান বাহাদুর সৈয়দ মোহাম্মদ আফজাল। এ ছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট কাজী খলিলুর রহমান এবং এডভোকেট আমিরুজ্জামান। লাকসাম কুমিল্লাঃ থানা শান্তি কমিটির উদ্যোগে লাকসামে ১০০০০ লোকের এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক এমএনএ জনাব সাজেদুল হক। এ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক এমপিএ আব্দুল হাকিম, আব্দুস সালাম, হাসমত উল্লাহ খান। নোয়াখালী সদর মহকুমাঃ মহকুমা শান্তি কমিটির উদ্যোগে কালিতারা বাজারে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা শান্তি কমিতি আহবায়ক সাইয়েদুল হক। সভায় আরও বক্তব্য রাখেন মহকুমা আহবায়ক মাসুদ মোক্তার ও এডভোকেট আতাউর রহমান চৌধুরী ডাঃ আব্দুল জলিল।