২৪ জুলাই ১৯৭১ঃ টুঙ্কু আব্দুর রহমানের ঢাকা ত্যাগ
৪ দিনের পূর্ব পাকিস্তান সফর শেষে টুঙ্কু আব্দুর রহমান তার ব্যাংকক হয়ে নিজ দেশ মালয়েশিয়ায় ফিরে গিয়েছেন। যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন পাকিস্তান সরকার সীমান্তে যে ২৩ টি অভ্যর্থনা কেন্দ্র খুলেছে তার কার্যক্রম সন্তোষ জনক। তিনি বলেন ভারত থেকে শরণার্থী প্রত্যাবর্তনে ভারত বাধা দিবে না এরকম নিশ্চয়তা দিতে হবে কারন তাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দিয়েছেন। এ কেন্দ্র গুলো সফর করার কথা থাকলেও দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারনে বাতিল হয়েছিল। ফিরে গিয়ে তিনি সকল দেশের কাছে পাকিস্তাঙ্কে আর্থিক সাহায্য এর জন্য অনুরোধ করবেন। তিনি পশ্চিমা সাংবাদিকদের উপর দোষ দিয়ে বলেন তারা মুসলমান রাষ্ট্র সমুহের সংবাদে পক্ষপাত করে থাকে। আগে একটি ইস্লামিক বার্তা সংস্থা গড়ে তোলার পদক্ষেপ নেয়া হলেও তা হয়ে উঠেনি। কাবুল সম্মেলনে এর বাস্তবায়নে তিনি পদক্ষেপ নিবেন। তিনি বলেন পরবর্তী কাবুল ইসলামিক সম্মেলনে তিনি পাকিস্তানকে আর্থিক সাহায্যর আবেদন জানাবেন। ঢাকায় অবস্থানকালে টুঙ্কু কেন্দ্রীয় শান্তি কমিটি আয়োজিত ভোজসভায় অংশ নেন। তিনি কেন্দ্রীয় শান্তি কমিটির নেতাদের সাথে প্রদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি শান্তি ও কল্যাণ পরিষদের আহ্বায়ক মৌলবি ফরিদ আহমেদের সাথেও পৃথক ভাবে বৈঠক করেন।