গণহত্যা
কাহাকে বলে? ইহা কি অপরাধ? প্রশ্নের উত্তর পাইবেন রাষ্ট্রপুঞ্জের দরবারে। রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদে গণহত্যা সম্পর্কে একটি বিল গৃহীত হয় ১৯৪৮ সালে এবং ঐ বিল কার্যকরী হয় ১৯৫১ সালে। রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্রসমূহে উহা চালু আছে আজও। গণহত্যার সংজ্ঞা নির্ধারিত হয় যে কোনাে এক জাতি, রক্ত ও অন্যান্য ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ মানব জাতি, (গােষ্ঠী) বা ধর্মীয় গােষ্ঠীকে পুরােপুরি বা আংশিকভাবে নিশ্চিহ্ন (বা বিলুপ্ত) করিয়া দেওয়ার জন্য যে কাজ করা হয় তাহাই গণহত্যা। ইহা মারাত্মক অপরাধ। এই অপরাধে যাহারা লিপ্ত বা জড়িত তাহারা আন্তর্জাতিক আইনানুযায়ী দণ্ডনীয়।
পূর্ব বাংলায় যে নরমেধ যজ্ঞানুষ্ঠান মাসাধিককাল যাবত পাক জঙ্গি শাহী চালাইতেছে, রাষ্ট্রসঙ্গের দৃষ্টিতে কি উহা গণহত্যার আওতায় পড়ে না?
সূত্র: ত্রিপুরা
২৮ এপ্রিল, ১৯৭১
১৪ বৈশাখ, ১৯৭৮