২৩ জুলাই ১৯৭১ঃ জেনারেল নিয়াজীর মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ সফর
ইস্টার্ন কম্যান্ড প্রধান লে. জেনারেল মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ সফর করেন। সফরকালে তার সাথে স্থানীয় জিওসি ছিলেন। তিনি বলেন সিমান্তে অনবরত গোলাবর্ষণ সত্ত্বেও এ এলাকার জনগনের মনোবল অটুট আছে। তিনি সেনাবাহিনীর ভুমিকায় জনগনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিদর্শন কালে দেখিতে পান মেহেরপুরের অধিকাংশ শরণার্থী ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করছেন। মেহেরপুরে তিনি স্থানীয় শান্তি কমিটি ও স্থানীয় গণ্যমান্য বেক্তিদের সাথে আলাপ আলোচনা করেন। পরে তিনি অগ্রবর্তী সেনা ঘাঁটি সমুহ পরিদর্শন করেন এবং স্থানীয় সেনা কমান্ডার এবং জওয়ানদের সাথে কথাবার্তা বলেন।