You dont have javascript enabled! Please enable it!

২৩ জুলাই ১৯৭১ঃ নৌবাহিনী প্রধানের চট্টগ্রাম ও মংলা সফর।

পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল মোজাফফর হাসান আজ চট্টগ্রাম হতে হেলিকপ্টার যগে মংলা বন্দর গমন করেন। তিনি বন্দর পরিচালকের সাথে বৈঠক করেন এবং বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি তাকে জানান নির্বাচিত স্থানে চালনা বন্দর নির্মাণ কাজ সাম্প্রতিক গোলযোগে ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গতকাল তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। তিনি পিএনএস বখতিয়ার পরিদর্শন করেন। তিনি নাইলজ এবং ইস্টার্ন রিফাইনারিও পরিদর্শন করেন এ সময় তার সাথে রিয়ার এডমিরাল শরীফ ছিলেন।