You dont have javascript enabled! Please enable it! 1971.07.23 | এবোটাবাদের জনসমাবেশে কাজী কাদের - সংগ্রামের নোটবুক

২৩ জুলাই ১৯৭১ঃ এবোটাবাদের জনসমাবেশে কাজী কাদের

মুসলিম লীগ (কাইউম) নেতা কাজী কাদের সীমান্ত প্রদেশের এবোটাবাদের আতরশিয়া গ্রামে এক জন সমাবেশে বলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তান চিরদিন অবিভাজ্য থাকবে, শেখ মুজিব ভারতের অর্থনৈতিক ও সামরিক সাহায্য দ্বারা পাকিস্তানকে বিভক্ত করতে চেয়েছিলো। তাই মুসলিম লীগ সব সময়ই আওয়ামী লীগের ৬ দফার বিরোধীতা করে আসছে। তিনি বলেন জয় বাংলা শ্লোগান আসলে জয় হিন্দ শ্লোগান।  তিনি পাকিস্তান রক্ষায় ঐক্যবদ্ধ মুসলিম লীগ গঠনের উপর গুরুত্ব আরপ করেন।