You dont have javascript enabled! Please enable it!

২৩ জুলাই ১৯৭১ঃ এবোটাবাদের জনসমাবেশে কাজী কাদের

মুসলিম লীগ (কাইউম) নেতা কাজী কাদের সীমান্ত প্রদেশের এবোটাবাদের আতরশিয়া গ্রামে এক জন সমাবেশে বলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তান চিরদিন অবিভাজ্য থাকবে, শেখ মুজিব ভারতের অর্থনৈতিক ও সামরিক সাহায্য দ্বারা পাকিস্তানকে বিভক্ত করতে চেয়েছিলো। তাই মুসলিম লীগ সব সময়ই আওয়ামী লীগের ৬ দফার বিরোধীতা করে আসছে। তিনি বলেন জয় বাংলা শ্লোগান আসলে জয় হিন্দ শ্লোগান।  তিনি পাকিস্তান রক্ষায় ঐক্যবদ্ধ মুসলিম লীগ গঠনের উপর গুরুত্ব আরপ করেন।