You dont have javascript enabled! Please enable it!

২২ জুলাই, ১৯৭১ঃ রাজ্য সভায় সরণ সিং

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার সরণ সিং রাজ্য সভায় বলেন পাকিস্তানে যুক্তরাষ্ট্র অস্র সরবরাহের প্রতিবাদে যুক্তরাষ্ট্র হতে ভারতীয় দুত প্রত্যাহারের জন্য কতক এম পির দাবীকে অবাস্তব বলে আখ্যায়িত করেছেন। তিনি চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়ায় প্রতিবেশীদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সজাগ করে দেন। লোকসভায় দাবিটি করেছিলেন দক্ষিনপন্থী স্বতন্ত্র পার্টি এমপি লোক নাথ মিশ্র।