You dont have javascript enabled! Please enable it!
চিত্রশিল্পীদের ভূমিকা
কণ্ঠশিল্পী ও নাট্যশিল্পীদের ন্যায় চিত্রশিল্পীদের ভূমিকাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তারা ছবি ও পােস্টারের মাধ্যমে পাকিস্তানি অধিকৃত এলাকা, মুক্ত এলাকা ও বিদেশে বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের সাফল্যের প্রতি জনমত ও সমর্থন লাভে সচেষ্ট ছিলেন। নানাবিধ সমস্যার মধ্যেও যারা স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে দেশ ও বিদেশে খ্যাতিমান প্রথিতযশা শিল্পী কামরুল হাসান, দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ডু, প্রাণেশ মণ্ডল, বীরেন সােম ও নাসির বিশ্বাস প্রমুখ ছিলেন অন্যতম। শিল্পী কামরুল হাসানের ‘Annihilate These Demons’ চিত্র আজও প্রাণে যুদ্ধঝড় সৃষ্টি করে। পত্র পত্রিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পত্র-পত্রিকার ভূমিকাও ছিল সবিশেষ উল্লেখযােগ্য। পঁচিশের কালরাতে, পাকিস্তানি সামরিক জান্তা ধ্বংস করে দেয় ঢাকার দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দি পিপলস অফিস এবং বাকীদের নিজ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইয়াহিয়া ভুট্টোচক্র বাংলার মানুষের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেবার চেষ্টা করেও তা পারেনি। সেই দুর্যোগময় মুহূর্তেও বাংলার মানুষ পাকিস্তানি সরকারের রাইফেল ও বেয়নেটকে উপেক্ষা করেই মুক্তিযুদ্ধের সপক্ষে দেশের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে। হাতে লিখে, সাইক্লোস্টাইল করে, দেওয়ালে লিখে, কেউবা মুদ্রণ করে, এক কথায় যে যেভাবে পেরেছে সেভাবেই সেসব পত্রিকা প্রকাশ করেছে।
চারদিকের হাজারাে বিপদের মাঝেও হাতেলেখা পত্রিকা এবাড়ি থেকে ওবাড়ি, আবার ওবাড়ি থেকে অন্যবাড়ি পৌছুতে গিয়ে অনেক কচিপ্রাণ শক্রর হাতে ধরা পড়ে অকথ্য নির্যাতন ভােগ করেছে, কেউবা তাদের উষ্ণ রক্ত ঢেলে দিয়েছে এ’ দেশের মাটিতে। সেসব তাজাপ্রাণ যারা স্বাধিকার আদায়ের লড়াইয়ে শহীদ হয়েছে, বাংলার বর্তমানের এবং ভবিষ্যতের মানুষ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে তাদের। বাংলার মানুষ তাদের কাছে চিরঋণী হয়ে থাকবে। একাত্তরের দুর্যোগময় ন’মাস ধরে যেসব পত্র-পত্রিকা তাদের প্রকাশনার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের সপক্ষে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, তাদের মধ্যে উল্লেখযােগ্য : বাংলার বাণী সম্পাদক হাফেজ হাবিবুর রহমান। বাংলার মুখ। সম্পাদক সিদ্দিকুর রহমান আশরাফী সম্পাদক মিয়া আবদুস সাত্তার বাংলাদেশ সম্পাদক আবুল হাসান চৌধুরী জয় বাংলা সম্পাদক মণ্ডলীর সভাপতি আবদুল মান্নান।
——-
* উক্ত ; মাহবুবুল আলমের বক্ত-আগুন অশ্রুজল স্বাধীনতা পৃ. ১৬১-১৬৫।

সূত্রঃ  এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১৯৪৭ থেকে ১৯৭১ – লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী

শিল্পী কামরুল হাসান ও সুফিয়া কামাল, ১৯৮০

শিল্পী কামরুল হাসান ও সুফিয়া কামাল, ১৯৮০

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!