You dont have javascript enabled! Please enable it!

ছবিটা নিয়া অনেক বিতর্ক হয়েছে সেই সময়ে। মুজিব লন্ডনে চিকিৎসা শেষে সুইজারল্যান্ড এ অবকাশে ছিলেন সৈয়দ নজরুল ছিলেন টানা দুই মাস ভারপ্রাপ্ত প্রধান মন্ত্রী। চীন বাংলাদেশের জাতিসংঘে অন্তর্ভুক্তি নিয়া ভেটো দেওয়ার পর মওলানা ভাসানি ভুখা মিছিল সহ পল্টনে জনসমাবেশ ডাকিয়াছেন। সমাবেশের পূর্বে ভুখা মিছিল বঙ্গভবনে যাওয়ার পর স্মারক লিপি নিয়া মওলানা ভিতরে যান। সেখানে তাকে ভাল ভাবেই আপ্যায়ন করা হয়। মস্কো পন্থিদের সাথে মওলানার দা কুমড়া সম্পর্ক ছিল। সংবাদের আলোকচিত্র সাংবাদিক তাই মওলানার সেনডউইচ খাওয়ার ছবি ছাপাইয়া দিলেন সংবাদ পত্রিকায়।