You dont have javascript enabled! Please enable it!

আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো ৩৯ঃ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা 

সিরাজুল আলম খান বলেছেন তিনি ২৭ তারিখে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা শুনেন। জিয়াউর রহমান ভাষণ দেন সন্ধ্যায়। এ ট্রান্সমিশনের রেঞ্জ ছিল ৫০ কিমি। সে হিসেবে কুমিল্লার কাছ থেকেও শুনা যাওয়ার কথা নয়। আর ট্রান্সমিটারের প্রচার ছিল মিডিয়াম ওয়েভ। শর্ট ওয়েভ হলে আরও দূর থেকে এনটিনা মারফত শুনা যেত। এখানে তিনি বলতে পারতেন তিনি জিয়ার স্বাধীনতার ঘোষণা করার কথা নেতা কর্মীদের মাধ্যমে শুনেছি। একই কথা রাজ্জাক বলেছেন বুড়িগঙ্গা পার হওয়ার সময় পাশের আরেক নৌকায় থাকা একজন রেডিওতে ঐ ঘোষণা শুনে তাদের বলছিলেন। রাজ্জাক কিন্তু দিনে নদী পার হচ্ছিলেন।  এই পর্বে (২৬-৩১ মার্চ) মনির ভাষ্য অনুযায়ী বিএলএফ এর যোদ্ধারা কেরানী গঞ্জের জিঞ্জিরায় সমবেত হয় এবং প্রতিরোধের কিছু চেষ্টা করে। রাজ্জাক বলেছেন ধলেসশরে সমবেত হন, সিরাজুল বলেন মনটুদের বাড়ীতে, রব বলেন গগনদের বাড়ীতে সমবেত হন। সে যাই হোক সিরাজুল আলম খান তাদের কেরানীগঞ্জের অনেক কাহিনী গোপন করে গেছেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!