You dont have javascript enabled! Please enable it!

নতুন মন্ত্রিসভায় সম্ভাব্য মুখ

দৈনিক অবজারভার পত্রিকার মতে মন্ত্রিসভায় একজন উপাচার্য সহ ১২ জন মন্ত্রী থাকবে তবে কোন জেলা থেকে একাধিক মন্ত্রি হবেন না। অধুনালুপ্ত আওয়ামী লীগ থেকে মন্ত্রী করার চেষ্টা অব্যাহত আছে তবে অনুগত দের মধ্যে এখনো কেউ রাজি হন নাই। গভর্নরের তালিকা ইয়াহিয়া অনুমোদনের পর শপথ অনুষ্ঠিত হইবে। সম্ভাব্য তালিকার কয়েকজন।
১) মফিজ উদ্দিন চৌধুরী (কুমিল্লা) ঃ আইয়ুবের সাবেক প্রাদেশিক শিক্ষা মন্ত্রী তার কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লায় হওয়ার কথা ছিল।
২) সুলতান উদ্দিন আহম্মদ (চট্টগ্রাম) আইয়ুবের সাবেক প্রাদেশিক মন্ত্রী। সম্ভবত জিয়ার ডেপুটি স্পীকার
৩) এ কিউ এম শফিকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া) কাউন্সিল মুস্লিম লীগ
৪) আজিজুল ইসলাম নান্না মিয়া (বরিশাল) সাবেক যুক্তফ্রন্ট শিক্ষামন্ত্রী ১৯৫৪ ও ১৯৫৫-৫৬। শেরে বাংলার আপন ভাগ্নে। পিডিপি ভাইস প্রেসিডেন্ট।
৫) মাহমুদুন্নবি (চট্টগ্রাম) পিডিপি জেলা প্রেসিডেন্ট। আমির খসরু মাহমুদ চৌধুরীর পিতা
৬)রফিকুল ইসলাম ঃ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদক। বছর দেড়েক পরেই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন। পিডিপি নেতা।
৭) এস এম সোলাইমান ঢাকা ঃ শেরে বাংলার দল কেএসপি এর সভাপতি
নোটঃ তালিকা থেকে মাত্র একজন (৭) মন্ত্রী হইয়াছিলেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!