২০ জুলাই ১৯৭১ঃ পাকিস্তানে টুঙ্কু আব্দুর রহমান
ইসলামিক সেক্রেটারিয়েট(পরবর্তীতে ওআইসি নামে পরিচিত) এর মহাসচিব টুঙ্কু আব্দুর রহমান ৮ দিনের সফরে পাকিস্তানের রাওয়ালপিন্ডি পৌছেছেন। শনিবার তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে বৈঠকে মিলিত হন। আজ তিনি রাওয়ালপিন্ডি থেকে করাচী আসেন এবং আগামিকাল ৫ সদস্য বিশিষ্ট দলের প্রধান হিসেবে পূর্ব পাকিস্তান সফর করবেন। এর পর তিনি তার দেশ মালয়েশিয়া ফিরে যাবেন সেখান থেকে তিনি ভারত সফর করবেন। পাকিস্তানের করাচীতে তিনি সাংবাদিকদের বলেছেন পূর্ব পাকিস্তানের শরণার্থীদের ফিরিয়ে নেয়ার যে আশ্বাস প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দিয়েছেন তাহা তিনি ভারতে অবস্থানরত শরণার্থীদের নিকট পৌঁছে দিবেন। তিনি তার মিশনকে মানবিক বলে উল্লেখ করেন।