You dont have javascript enabled! Please enable it!

২০ জুলাই ১৯৭১ঃ লাহোরে ভুট্টো

লাহোরে পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো লাহোরে সাংবাদিকদের এক প্রীতি সম্মেলনে বলেন, তিনি শুধু পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের প্রতিনিধিত্ব করছেন বলে কতক নেতার মন্তব্য এর সমালোচনা করে বলেন তিনি জাতীয় নেতা কিনা তা বিবেচনার জন্য গন ভোটের আয়োজন করা উচিত।তাঁর দল ক্ষমতা হস্তান্তরের জন্য ২৮ জুন থেকে ৪ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের জন্য আর ৪ মাস অপেক্ষা করতে প্রস্তুত রয়েছে।  পুর্ব পাকিস্তানে এখানে-সেখানে কিছু বিস্ফোরণ ঘটছে কিংবা সীমান্ত এলাকায় গোলাগুলি চলছে যা মোটেই সহনীয় নয়। কিন্তু তাই বলে পুরোপুরি স্বাভাবিকতা ক্ষমতা হস্তান্তরের পূর্ব শর্ত হতে পারে না। তিনি বলেন ভারত বিভাগের সময়ও খারাপ পরিস্থিতি ছিল। তিনি বলেন ভারতের হুমকি সব সময় থাকবে এবং ভারতের আক্রমন মোকাবেলায় বেসামরিক সরকার অবশ্যই অধিকতর কার্যশীল। কিছু নেতা তাকে মুজিবের সাথে কোয়ালিশনের কথা বলেছিলেন কিন্তু শেখ মুজিব তো কনফেডারেশনের কথা বলেছিলেন এবং সব শেষে দুটি পৃথক সরকারের কথা বলেছিলেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!